পটুয়াখালীর জৈনকাঠীতে ওএমএস এর চাল বাহিরে বিক্রিঃ ডিলার ও ক্রেতা সহ গ্রেপ্তার ৪

পটুয়াখালীর জৈনকাঠীতে ওএমএস এর চাল বাহিরে বিক্রিঃ ডিলার ও ক্রেতা সহ গ্রেপ্তার ৪

,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন জৈনকাঠী ইউনিয়নে ও এম এস এর চাল বাহিরে বিক্রি করায় ডিলার সহ ৪ জন কে গ্রেপ্তার করা হয়েছে। সেহাকাঠী বাজার সংলগ্ন ওএমএস ডিলার মোঃ ইব্রাহীম ৩০ কেজির ৩ বস্তা সরকারি চাল একুশশত টাকায় বাহিরে বিক্রি করায় ডিলার সহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানাযায়, ও এম এস ডিলার মোঃ ইব্রাহীম ও এম এস কার্ডধারী ৯ নং ওয়ার্ডের কালাম খানকে ১৫ এপ্রিল বুধবার কার্ডের মাধ্যমে ৩০০ টাকার বিনিময়ে ৩০ কেজির ১ বস্তা চাল প্রদান করেন এবং শুক্রবার এই একই ব্যক্তির কাছে ৭০০ টাকার বিনিময়ে ৩০ কেজির ১ বস্তা চাল বিক্রি করেন এছাড়া ও এম এস কার্ড বিহীন ৯নং ওয়ার্ডের মোঃ সোহাগ মুন্সির কাছে বৃহষ্পতিবার ৩০ কেজির ২ বস্তা চাল ১৪০০ টাকার বিনিময়ে বিক্রি করেন। বিষয়টি এলাকার লোকজন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী ও পুলিশ প্রশাসনকে জানালে তারা ঘটনাস্থালে এসে বিষয়ের সত্যতা পেয়ে ও এম এস ডিলার মোঃ ইব্রাহীম, ডিলারের সহযোগি মোঃ জাকির হোসেন ছানা, চাল ক্রেতা কালাম খান ও সোহাগ মুন্সিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম ও জৈনকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ আলম।তাদের বিরুদ্ধে রেগুলার মামলার প্রস্তুতি চলেছে।